Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks.

Aowsaf FM

Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks. বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Showing posts with label Fabric. Show all posts
Showing posts with label Fabric. Show all posts

স্রিংকেজ এর কারন কি এবং প্রতিকার কি ?

স্রিংকেজ এর কারন কি এবং প্রতিকার কি ? 

আমাদের ডাইং করা ফ্লোরোসেন্ট ডাইড ফেব্রিক, ব্লাক ফেব্রিক রিয়েক্টিভ  এই কাপড় গুলি এই ভাবে ফেলে রাখার কারন কাপড় গুলি ইমার্জিন্সি কাটিং হবে যার দরুন স্রিংকেজ ওকে করার জন্য কাপড় কে রোল খুলে রিলাক্সে রাখা হয়েছে ।  


রোল খুলে রিলাক্সে রাখার কারনে কাপড়টি বাতাস থেকে ময়েসচার গ্রহন করে আরো স্রিংক হয়ে যায় এর ভেতরে কাপড় ।  কাপড় কে টেনশনলেস খুলে রাখার ফলে ফেব্রিক এর ইয়ার্ন এর টুইস্ট গুলি মিনিমাইজ হয় ইয়ার্ন গুলি সয়েল করে কাপড় ইয়ার্ন এর গ্যাপ কমে  কাপড় এর ভেতরের ইন্টার্নাল টেনশন কমে যায়  আর ইন্টার্নাল টেনশন  স্রিকংকেজ, স্পাইরিলিটির  মুল কারন । কাপড় রিলাক্স হওয়ার ফলে কাপড় এর টুইস্টিং বা স্পাইরিলিটি এবং স্রিংকেজ এর প্রবনতা কমে যায়।  কাপড় কে রিলাক্স না করা হলে কাপড় থেকে গার্মেন্টস সুইং  করার পর কাপড় নিজেই স্ট্রেস ফ্রি হতে চাবে কিন্ত গার্মেন্টস সুইং করা থাকার ফলে এর ডাইমেনশন চেইঞ্জ অনেকটা আনস্টেবল হয়ে যাবে যার ফলে কাপড়ে স্পাইরিলিটি,, স্রিনকেজ, স্ট্রেস এর প্রবনতা দেখা যাবে ।
নরমালি কাপড় নিয়ে ফেব্রিক  স্টোরে ৭-১৫ দিন আগে নিয়ে ফেলে রাখা হয় রিলাক্সজেশন এর জন্য কিন্ত ইমার্জিন্সি হলে এই ভাবে রোল বা থান খুলে ২৪-৪২ ঘন্টা ওপেন খুলে রাখা হয় জোর করে রিলাক্স করার জন্য । সাধারণত লাইক্রা কাপড় বা ইলাস্টেন কাপড় এর ক্ষত্রে এই ভাবে করা হয় ।


ফেব্রিক কি সময় ধরে রিলাক্সে রাখতে হবে তা নির্ভর করে ফেব্রিক এর কন্সট্রাকশন, কম্পোজিশন এর উপর ।  কন্সট্রাকশন বলতে বোঝায় ফেব্রিক কি নিটেড না উইভিং করা নিটেড ফেব্রিক অনেক লুজ কিন্ত ওভেন কাপড় অনেক টাইট , নীট এর কার্লিং টেনডেনসি, ডাইমেনশনাল স্টেবিলিটি অভেন এর চেয়ে কম ।  কম্পোজিশন যেমন ১০০% কটন পলিস্টার, লাইক্রা মিক্স কাপড় এর স্রিংকেজ ১০০% কটন এর তুলনায় অনেক বেশি এর মুল কারন ইলাস্টিসিটি ।  স্টেবিলিটি রক্ষার জন্য একে বেশি সময় ধরে রিলাক্সে রাখতে হয় এর মুল কারন দুই টাইপের ফাইবার একটি এক এক সময়ে স্টেবল হয় । তবে ১০০% একটি ফাইবার থাকায় এটি কম সময় লাগে রিলাক্স এর জন্য ।  লোয়ার GSM এর ক্ষত্রে বেশি ধরে রিলাক্সে রাখা হয়  হাই GSM এর চেয়ে। 


নীট ফেব্রিক - ওভেন ফেব্রিক  এর কাটিং এর পুর্বে স্টেন্ডার্ড রিলাক্স টাইম:-

সিংগেল জার্সি / Single Jersey
SJ --100% Cotton -- 8 Hr 
SJ -- CVC/PC -- 10 Hr
SJ -- Lycra Mix -- 20 Hr

ইন্টার লক / Interlock
InterLock--100% Cotton -- 12 Hr
InterLock-- CVC/PC -- 12 Hr
InterLock-- Lycra Mix -- 20 Hr


পিকে / Pique 
SL(Single Lacost)100% Cotton -8 Hr
DL(Double Lacost)-100% Cotton-8 Hr
Huney Comb --100% Cotton -- 8 Hr
Pique -- CVC/PC -- 10 Hr
Pique -- Lycra Blend -- 20 Hr

ফ্লিচ / Fleece
Fleece Brush/Terry-100% Cotton-8Hr
Fleece -- CVC/PC -- 10 Hr
Fleece --  Lycra Mix -- 12 Hr

Rib / রিব 
Rib (1/1) -- 100% Cotton -- 8 Hr
Rib (2/2) -- CVC/PC -- 16 Hr

ওভেন কাপড় এর রিলাক্স টাইম 
Denim 4 Hr
Twill 6 Hr

Read More »

কোন ফেব্রিক কি ফাইবার দিয়ে তৈরি বুঝবেন কিভাবে?

প্রযুক্তির অবদানের ফলে নিত্য নতুন টেক্সটাইল ফাইবারের নাম যোগ হচ্ছেযাদের একটা থেকে অন্যটা গুণাগুণ ভিন্নতর ফেব্রিক এর মৌলিক ইউনিট হচ্ছে ফাইবারফাইবারের গুণাগুনের উপর কাপড়ের গুণাগুণ নির্ভর করেযখন কোন ক্রেতা কাপড় ক্রয় করে ব্যবহার করেন এবং কি ধরনের আশের তৈরি কাপড় ব্যবহার করছেন এবং সেই আশের কিভাবে যত্ন নিতে হবে বা কি কি কারনে আশ ক্ষতিগ্রস্ত হবে,তা জানা থাকলে ব্যবহারকারী সহজেই কাপড়টির যত্ন নিতে পারেন
আজকে কীভাবে ফাইবার সহজেই সনাক্ত করা যায় নন-টেকনিকাল ভাবে সে সম্পর্কিত আলোচনা

স্পর্শ বা অনুভব পরীক্ষা (Feeling Test)
সাধারণত অনেক দিনের অবিজ্ঞতা দক্ষতার উপর নির্ভর করে স্পর্শ পরীক্ষা।যে তন্তুর আশ পরীক্ষা করা হবে তার কোন স্থানে আঙুল রাখলে যদি আঙুলের তাপ ধীরে ধীরে ছড়িয়ে পড়ে, তবে বুঝতে হবে আঁশটি ভেজিটেবল আশ
১। কটন: কটন কাপড় হাত দিয়ে ঘসলে ঠান্ডা নরম অনুভূতি জাগে
২। লিনেন: লিনেন কাপড় সুতি কাপড়ের থেকে অনেক ঠান্ডা মসৃন হয়
৩। উল: উল কাপড় গরম নমনীয়
৪। সিল্ক: সিল্ক কাপড় মোলায়েম মসৃন হয়
৫।রেয়ন: ঠান্ডা মসৃন হয় কিছুটা সিল্কের ন্যায়
৬।নাইলন: খুব মসৃন, ওজনে হাল্কা
পলিয়েস্টার: প্রায় নাইলেনর মতো,তবে কিছুটা উলের চেয়ে বেশি মসৃন
৮।এ্যাকরাইলিক: উলের মতো হলেও ওজনে অনেক হাল্কা,ঠাণ্ডা, মসৃন এবং কিছুটা পিচ্ছিল।
কাপড় পুড়িয়ে পরীক্ষা(Burning Test)
পোড়ান পরীক্ষা একটি খুব ভালো পরীক্ষা।এ পরীক্ষার জন্য করনীয় কাজগুলো হলো-কাপড়ের টানা সুতা হতে দুই একটা সুতা নিয়ে টুইস্ট ওপেন করে আগুনের শিখায় উপর ধরা হয় এবং আনুমানিক ১০ সেকেন্ড জ্বলতে দেওয়া হয়

             প্রাকৃতিক ফাইবার

১। কটন এবং ফ্ল্যাক্স
আগুনের সন্নিকটে : শিখাসহ প্রজ্বলিত হয়
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : হলুদ বড় শিখা সহ তাড়াতাড়ি পড়ে যায়
শিখার বাইরে প্রতিক্রিয়া : শিখা থেকে সরিয়ে আনার পরও রক্তিম আভাসহ পুড়তে থাকে
গন্ধ: কাগজ পোড়ার মতো
ছাই/ বাকি অংশ: হালকা ধূসর, মার্সিরাইজড হলে কালো রঙের ছাই অবশিষ্ট থাকে

২। সিল্ক
আগুনের সন্নিকটে: কোঁকড়ানো চুলের মতো গুচ্ছ হয় এবং ধিক ধিক করে পুড়ে
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : ধীরে ধীরে পোড়ে এবং পোড়ার সময় কিছুটা মৃদু শব্দ আসে
আগুনের বাইরে প্রতিক্রিয়া : নিজেই নিভে যায়
গন্ধ: পালক বা চুল পোড়া গন্ধ আসে
ছাই/ অবশিষ্ট : গোলাকার কোকরানো ছোট কালো গুটিকার মতো সৃষ্টি করে যা সহজেই ভাঙা যায়

৩। উল
আগুনের সন্নিকটে: ধিক ধিক করে পুড়ে
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : ধীরে ধীরে পোড়ে এবং হিস হিস মৃধু শব্দ হয়।আশ বাকিয়ে যায়
আগুনের বাইরে প্রতিক্রিয়া : আগুন নিভে যায়
গন্ধ: পাখির পালক বা চুল পোড়া গন্ধ বের হয়
ছাই/ অবশিষ্টাংশ : অসমান কালো রংয়ের ছাই এবং এবং ছোট গুটিকা সৃষ্টি হয় যা সহজেই ভাঙা যায়

৪। লিনেন
আগুনের সন্নিকটে: গন্ধ করে প্রজ্বলিত হয়
আগুনের মধ্যে প্রক্রিয়া : কটন অপেক্ষা ধীরে ধীরে হলুদ শিখা সহ জ্বলতে থাকে।
আগুনের বাইরে প্রতিক্রয়া: অবিরাম ভাবে জ্বলতে থাকে
গন্ধ: পোড়া কাগজের মতো
ছাই/ অবশিষ্টাংশ : পালকের মতো ধূসর ছাই


৫। নাইলন
আগুনের সন্নিকটে:আগুনের শিখায় গলে যায় এবং সংকুচিত হয়
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : গলতে গলতে ধীরে ধীরে পোড়ে
আগুনের বাইরে প্রতিক্রিয়া: নিজে নিযে নিভে যায়
গন্ধ: শাকের মতো
ছাই/অবশিষ্টাংশ : শক্ত,মজবুত, ধূসর অথবা তামাটে গুটিকা পাওয়া যায়।যা ভাঙা যায় না


   কৃত্রিম ফাইবার (Man made Fibre)

১। স্পানডেক্স
আগুনের সন্নিকটে: পুড়ে তবে শিখা থেকে দূরে যায়না
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : পুড়ে এবং গলে যায়
আগুনের বাইরে প্রতিক্রিয়া : পুড়তে এবং গলতে থাকবে
গন্ধ: Acrid এর গন্ধ পাওয়ক যাবে
ছাই/ অবশিষ্টাংশ : গলে যাওয়া অংশ

২। এ্যাকরাইলিক (Acrylic)
আগুনের সন্নিকটে: পুড়ে কুঁচকিয়ে শিখার বাহিরে যায়
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : দ্রুত জ্বলে এবং মিট মিট করে
আগুনের বাইরে প্রতিক্রিয়া : গলে এবং পুড়তে থাকে
গন্ধ: মাংস পোড়া গন্ধ
ছাই/অবশিষ্টাংশ : অসমান পুতির দানার মতো যা সহজেই ভাঙা যায়

রেয়ন
আগুনের কাছে: দ্রুত জ্বলতে শুরু করে
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : হলুদ শিখা সহ দ্রুত জ্বলে
আগুন হতে বাইরে: পুড়তে থাকে
গন্ধ: পোড়া কাগজের মতো
ছাই/ অবশিষ্টাংশ : ছাই পালকের মতো ধূসর

৪। পলিয়েস্টার (Polyester)
আগুনের সন্নিকটে: পুড়ে কুঁচকিয়ে শিখার সীমানার বাহিরে যায়
আগুনের মধ্যে প্রতিক্রিয়া : পুড়ে ধীরে ধীরে গলে যায়
আগুনের বাইরে প্রতিক্রিয়া : শিখা আস্তে আস্তে নিভে যায়
গন্ধ: মিষ্টি এ্যারোমেটিক
ছাই/ অবশিষ্টাংশ : চকচকে বা বাদামী গোলাকার পুতির দানার মতো, যা সহজেই ভঙ্গর


Read More »

How to calculate Stitch Length of knitted Fabric from GSM



Single Jersey 

Stitch Length = 590 × 1600 ÷ 100 ÷ Yarn count ÷ GSM + Increase GSM by Dyeing [ e.g: 26% ]

Stitch Length = CM
2.85                = 28.5 cm
2.90                = 29 cm
2.25                = 22.5 cm
3.0                  = 30 cm

Read More »

Fabric Manufacturing / কাপড় তৈরি

প্রশ্ন – ১. বয়ন কাকে বলে?
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে যে প্রক্রিয়ায় মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী কাপড় তৈরি হয়, তাকে বয়ন বলে।

প্রশ্ন – ২. বয়ন বস্ত্র কাকে বলে?
উত্তরঃ টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মাধ্যমে মানুষের পরিধেয় ও ব্যবহার উপযোগী যে সকল দ্রব্য উৎপন্ন হয়, তাকে বয়ন বস্ত্র বলে।

প্রশ্ন – ৩. ওয়াইন্ডিং কি?
উত্তরঃ টানা ও পড়েন সুতাকে প্যাকেজে জড়ানোর প্রক্রিয়াকে ওয়াইন্ডিং বলে।

প্রশ্ন – ৪. গাইড কোন পদার্থের তৈরি?
উত্তরঃ গাইড সাধারণত শক্ত মসৃণ ইস্পাত ও সিরামিকের তৈরি।

প্রশ্ন – ৫. সাইজিং বা মাড় প্রকরণ কাকে বলে?
উত্তরঃ যে প্রক্রিয়ায় টানা সুতায় এক প্রকার আঠালো পদার্থ যুক্ত করে সুতার উপর বিদ্যমান বহিস্থ আঁশগুলোকে সুতার গায়ে মিশিয়ে দিয়ে সুতাকে মসৃণ, চকচকে, সমতা বৃদ্ধি, ওজন বৃদ্ধি ও শক্তি বৃদ্ধি করা হয়, তাকে সাইজিং বা মাড় প্রকরণ বলে।

প্রশ্ন – ৬. টানা ও পড়েন সুতা কাকে বলে?
উত্তরঃ কাপড়ের দৈর্ঘ্য বরাবর সুতাকে টানা সুতা বলে ও কাপড়ের আড়াআড়ি সুতাকে পড়েন সুতা/ফিলিং/পিক বলে।

প্রশ্ন – ৭. তাঁতের সংজ্ঞা দাও।
উত্তপ্রঃ যে যন্ত্রে দুই বা ততোধিক সারির টানা ও পড়েন সুতা লম্বালম্বি ও আড়াআড়িভাবে স্থাপন করে বুনন কার্য সম্পন্ন করা হয়, তাকে তাঁত বলে।

প্রশ্ন – ৮. তাঁতের প্রাথমিক গতিগুলোর নাম লিখ।
উত্তরঃ ক. শেডিং, খ. পিকিং, গ. বিটিং।

প্রশ্ন – ৯. শেড কাকে বলে?
উত্তরঃ ঝাপের সাহায্যে টানা সুতার দুই স্তরে ভাগ হয়ে মাকু চলাচলের জন্য যে ফাঁকের সৃষ্টি হয়, তাকে শেড বলে।

প্রশ্ন – ১০. শেডিং কত প্রকার?
উত্তরঃ দুই প্রকার। যথাঃ ক. ধনাত্মক শেডিং, খ. ঋণাত্মক শেডিং।

প্রশ্ন – ১১. ট্যাপেড কি?
উত্তরঃ ট্যাপেড একটি ধাতব যন্ত্রাংশ, যার সাহায্যে শেড গঠন করা হয়।

প্রশ্ন – ১২. ট্যাপেড শেডিং কাকে বলে?
উত্তরঃ ট্যাপেড ব্যবহার করে শেড গঠন করার প্রক্রিয়াকে ট্যাপেড শেডিং বলে।

প্রশ্ন – ১৩. শেডিং মেকানিজমের সংজ্ঞা দাও।
উত্তরঃ যে যন্ত্রিক কলাকৌশল অবলম্বন করে শেড গঠন করা হয়, সেই পদ্ধতিকে শেডিং মেকানিজম বলে।

প্রশ্ন – ১৪. টপ রোলার মাউন্টিং কাকে বলে?
উত্তরঃ ডিজাইন অনুযায়ী ঝাঁপগুলোকে টপ রোলারের সাথে বাঁধার প্রক্রিয়াকে টপ রোলার মাউন্টিং বলে।

প্রশ্ন – ১৫. পিকিং কাকে বলে?
উত্তরঃ টানা সুতা দ্বারা ঝাঁপের সাহায্যে শেড তৈরি হওয়ার পর মাকুর মাধ্যমে পড়েন সুতাকে শেডের মধ্য দিয়ে তাঁতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নেওয়াকে পিকিং বা মাকু মারা বলে।

প্রশ্ন – ১৬. আধুনিক তাঁতে মাকুর পরিবর্তে কি ব্যবহার করা হয়?
উত্তরঃ রেপিয়ার, গ্রিপার, জেট, মাল্টিফেউজ প্রভৃতি যন্ত্রাংশ।

প্রশ্ন – ১৭. হিল্ড কাউন্ট কি?
উত্তরঃ দুই বা ততোধিক ঝাঁপ নিয়ে যে সেট তৈরি করা হয়, এরূপ সেট এর প্রতি ইঞ্চিতে যে সংখ্যক হিল্ড আই থাকে তাকে হিল্ড কাউন্ট বলে।

প্রশ্ন – ১৮. রীড কাউন্ট কি?
উত্তরঃ শানার নির্দিষ্ট পরিমাণ ফাঁকা স্থানে যে সংখ্যক ডেন্ট থাকে তাকে রিড কাউন্ট বা শানার নম্বর বলে।

প্রশ্ন – ১৯. নিটিং এর সংজ্ঞা দাও।
উত্তরঃ যে প্রক্রিয়ার মাধমে মেশিন বা হস্ত দ্বারা এক ধরনের বিশেষ সূচ ব্যবহার করে বিশেষ নিয়মে লুপ তৈরি করে উক্ত লুপগুলোকে পরস্পরের সাথে লম্বালম্বি ও সমান্তরালভাবে সংযোজিত করে কাপড় তৈরি করা হয়, তাকে নিটিং বলে।

প্রশ্ন – ২০. ক্যামের কাজ কি?
উত্তরঃ লুপ তৈরি করার সময় নিডেলকে উপরে – নিচে বা সামনে – পিছনে গতি প্রদান করা হল ক্যামের কাজ।

প্রশ্ন – ২১. কোর্স কি?
উত্তরঃ নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের প্রস্থ বরাবর দেখা যায়, তাকে কোর্স বলে।

প্রশ্ন – ২২. ওয়েলস কি?
উত্তর নিটেড কাপড়ে যে সমস্ত লুপ কাপড়ের দৈর্ঘ্য বরাবর দেখা যায়, তাকে ওয়েলস বলে।

প্রশ্ন – ২৩. স্টিচ ডেনসিটি কাকে বলে?
উত্তরঃ নিট কাপড়ের প্রতি বর্গইঞ্চিতে  বা বর্গসেন্টিমিটারে যে কয়টি কোর্স ও ওয়েলস থাকে, তাদের গুণফলকে স্টিচ ডেনসিটি বলে।
Read More »

SiteMap

Popular Posts


Badiuzzaman ( Rubel )