Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks.

Aowsaf FM

Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks. বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

QUALITY INSPECTOR INSTRUCTION

♣♣♣ QUALITY INSPECTOR INSTRUCTION ♣♣♣

Quality = গুনগত মান
Inspector = পরিদর্শক
SPI = stitch per inch ( এক ইঞ্চিতে কয়টি সেলাই)
AQL= Acceptable Quality Level ( গুনগত মানের গ্রহন যোগ্যতা অবস্থা)
GPQC = Guide line for Production & Quality Control ( গার্মেন্টস্ তৈরি করা এবং গুনগত মান নির্ণয়ে সাহায্য করা)
OQL = Objervesion Quality Level - গুনগত মানের প্রতি মনোযোগী হওয়া ৷
GTM = Garments Total Measurment ( গুনগত মান সম্পন্ন গার্মেন্টস্ এর মাপযোগ্য নির্ণয় সাহায্য করা ৷
DTM = Dying to Match ( রং এর মিল থাকা)
Defect per Hundred unit. = ( শতকরা % নির্ণয়)

1" inch = 2.54 cm
100 cm = 39.37" inch
Measurment Tape 60" inch = 150 cm = 1.5 miters

♣♣♣ Quality ♣♣♣
Q = Quite  ☼ শান্ত,  ভদ্র
U = Unity  ☼ একতা
A = Assurance ☼  নিশ্চয়তা
L = Liability ☼ দায়িত্ববোধ
I = Intelligent ☼ বুদ্ধিমান
T = Tendency ☼ মনোযোগী
Y = Youthfulness ☼ তারুন্যতা


♣♣♣ দশটি বড় ধরনের সমস্য নিম্নে দেওয়া হল ♣♣♣

1. Bbroken stitch
2. Down stitch
3. Open stitch
4. Skipped stitch
5. Join stitch
6. Hole / Damage
7. Size mistake
8. Rawedge out
9. Missing Bartack
10. Fabric Fault


1" = 8 সুতা =1.0"
1.5 সুতা = 3/16"
1/8 = 1 সুতা = 0.125"
2.5 সুতা = 5/16"
1/4 = 2 সুতা = 0.25"
3.5 সুতা = 7/16"
3/8 = 3 সুতা = 0.375"
4.5 সুতা = 9/16"
1/2 = 4 সুতা =0.5"
5.5 সুতা = 11/16"
5/8 = 5 সুতা =0.625"
6.5 সুতা = 13/16"
3/4 = 6 সুতা = 0.75"
7.5 সুতা = 15/16"
7/8 = 7 সুতা = 0.875

1/16 = হাফ (1/2) সুতা =  0.0625
1/32 = পোয়া সুতা = 0.03125


একটা পোশাকে তিন ধরনের সমস্যা থাকে ৷ যেমন:
• বড় ধরনের সমস্যা ,
• ছোট ধরনের সমস্যা,
• খুব সমস্যা ৷ 
Read More »

AQL Chart for Apparel Industry | Textile Merchandising

AQL ( Acceptable Quality Level) 

Read More »

কোয়ালিটি কন্ট্রোলার(Quality Controller) :

গার্মেন্টস শিল্পে Quality controller কে সংক্ষেপে QC বলা হয়ে থাকে। বাংলাদেশের ফ্যাক্টরিগুলো সাধারণত বায়িং হাউস এবং liaison office গুলো থেকে অর্ডার পেয়ে থাকে (কিছু ফ্যাক্টরি অবশ্য সরাসরি ক্রেতার কাছ থেকে অর্ডার পেয়ে থাকে)। একজন QC বা Quality Controller মার্চেন্ডাইজারের কাছ থেকে পোশাকের নির্দিষ্ট মান গুলো সঠিকভাবে বুঝে নেয়। উক্ত অর্ডারের নির্দিষ্ট মানদণ্ড (যেমন-পোশাকের ডিজাইন, আকার, Quality ও আনুষঙ্গিক জিনিস) মেটানোর জন্য তারা শ্রমিকের কাজ পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রন করে থাকে। তারাই মূলত: পোশাকের গুণগত মান বজায় রেখে ফ্যাক্টরি শ্রমিক দ্বারা পোষাক তৈরির কাজগুলো সম্পাদন করে থাকে। প্রাথমিক অবস্থায় একজন সদ্য স্নাতক/ স্নাতকোত্তর ইন্টার্ন, Management trainee অথবা Junior Assistant of QC হিসেবে ক্যারিয়ার সূচনা করে থাকে। ক্যারিয়ারের শুরুতে তাদের বেতন কাঠামো ১২-১৫ হাজার হয়ে থাকে। এবং ৬-৭ বছরের অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে প্রায় ৯০০০০-১২০০০০ টাকা আয় করতে পারে। এ পেশায় কাজ করতে হলে একজন কর্মীকে দৃঢ় ও দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে।স্নাতক/ স্নাতকোত্তর ডিগ্রি দিয়ে একজন ব্যাক্তি QC-তে ক্যারিয়ার গড়তে পারে। তবে কোন কোন প্রতিষ্ঠান উক্ত পদের জন্যে কিছু বিশেষ বিষয়ে ডিগ্রীধারীদের প্রাধান্য দিয়ে থাকে। যেমন-রসায়ন-এ স্নাতক, টেক্সটাইল ইনযিনিয়ারিং-এ স্নাতক ইত্যাদি।
Read More »

লাইন QC চেকের নিয়মাবলী

১- মেশিনে তেল পড়ে কিনা দেখতে হবে ৷
২-যে কালার লাইনে চলে তার সুতা ঠিক আছে কিনা দেখতে হবে ৷
৩- নিডেল / টেনশন ঠিক আছে কিনা দেখতে হবে ৷
৪- মেজরমেন্ট চার্ট / কমেন্টস পেপার সংগ্রহ করতে হবে ৷
৫- প্রিন্ট / এমব্রডারী / ট্রিমস কার্ড Approve আছে কিনা দেখতে হবে ৷
৬- ইনপুটে কাটিং প্রতি সাইজ মেজরমেন্ট চেক করতে হবে ৷
৭- কাপরে সেলাই প্রতি ইঞ্চিতে (১০-১১) আছে কিনা দেখতে হবে ৷
৮- বডিতে সঠিক সাইজ লেবেল লাগানো হচ্ছে কিনা দেখতে হবে ৷
৯- বডিতে কোন প্রকার পার্ট শেড হচ্ছে কিনা দেখতে হবে ৷
১০- প্রতি মেশিনে মেজরমেন্ট চেক করে গাইড দিতে হবে ৷
১১- লাইনে নাম্বার স্টিকার / বান্ডিল কার্ড ঠিক আছে কিনা দেখতে হবে ৷
১২- স্যাম্পল অনুযায়ী স্টাইল ঠিক আছে কিনা দেখতে হবে ৷
১৩- প্রতি দিনের অলটার প্রতিদিন সারিয়ে নিতে হবে ৷
১৪- টেবিলে Q.I কে চেক বুঝিয়ে দিতে হবে ৷
Read More »

কোয়ালিটি চেক করার নিয়মাবলী


কোয়ালিটি চেক করার নিয়মাবলী 

১ .  প্রথমে বডির সোল্ডার ধরে ঝাড়া দিতে হবে ৷
নেক সেভ, রিভিউ চিকন মোটা দেখতে হবে৷
সোল্ডার,  স্লিপ, স্লিপ অপেনিং আপডাউন দেখতে হবে৷
স্লিভ টেনে চেক করতে হবে৷
প্লাকেট বাঁকা, সাইড, বক্স, চিকন মোটা, সেডিং দেখতে হবে৷
পকেট জয়েন্ট, পকেট সেডিং দেখতে হবে ৷
মেইন লেবেল, সাইজ লেবেল, কেয়ার লেবেল আছে কিনা দেখতে হবে ৷
সাইড সিয়েম টেনে চেক করতে হবে ৷
ব্যাক-ফ্রন্ট,  স্লিভ সেডিং দেখতে হবে ৷
১০
বডিতে স্পট, রিজেক্ট, প্রিন্ট, এমবোডারী সম্যস্যা দেখচ্চর হবে ৷
১১
。 বডি হেমের পয়েন্ট,  কয়েজন,  হেম চিকন মোটা আছে কিনা ৷
১২
বডি ইনসাইড করে ভিতরে সুতা আছে কিনা দেখতে হবে ৷ 
১৩
。 কেয়ার লেভেলে নাম্বার দিয়ে ভাজ করে রাখতে হবে ৷

Read More »

SiteMap

Popular Posts


Badiuzzaman ( Rubel )