Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks.

Aowsaf FM

Prime School BD (PSBD24) is popular blog site about technology, merchandising, textile & accounting rules in Bangladesh. Also the post that are publishing about Accounting tutorial, Textile, RMG, Merchandising, Knit Merchandising, Woven Merchandising, Apparel Merchandising, Garments, Dyeing, Spinning, Washing, Buying House, else many things with tips & tricks. বদিউজ্জামান ( রুবেল )
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

সেশন-৩ দক্ষ কোয়ালিটি সুপারভাইজার এর যোগ্যতা ও গুনাবলী-

সেশন- দক্ষ কোয়ালিটি সুপারভাইজার এর যোগ্যতা গুনাবলী-
কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার :
যিনি অপারেটরদের কাজের গুনগতমান নিশ্চিতকরার জন্য নির্দিষ্ট নিয়মে প্রস্তুতকৃত গার্মেন্টেস এর বিভিন্ন বিষয় তদারকি করেন এবং কোন ভুল থাকলে তা সংশোধনের পদ্ধতি বর্ণনা করত: সংশোধন কার‌্যক্রম তদারকি করে এবং ভবিষ্যতে এ ধরনের ভুলের পুনরাবৃত্তি যাতে না ঘটে তা নিশ্চিত করেন তাদেরকে কোয়অলিটি কন্ট্রোল সুপারভাইজার বলে ।

কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার এর প্রয়োজনীয় যোগ্যতা :
1.       শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে এস এস সি পাস হতে হবে ।
2.       গার্মেন্টস শিল্পের কোয়ালিটি সংক্রান্ত কাজের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ।
3.       কোয়ালিটি সম্পর্কে যথেষ্ট জ্ঞান ও দক্ষতা থাকতে হবে ।
4.       অধীনস্থদের ক্রেতার চাহিদা অনুযায়ী গুনগতমানের বর্ণনা করার যোগ্যতা ।
5.       ফেব্রিক্স ও এক্সেসরিজ সম্পর্কে ধারনা থাকতে হবে ।
6.       গার্মেন্টস চেক করার দক্ষতা থাকতে হবে ।
7.       ডিফেক্ট চিহ্নিত করার যোগ্যতা ।
8.       সমস্যা চিহ্নিত করন ও তার সমাধানের উপায় বর্ননা করার যোগ্যতা ।
9.       কার্যকর ভাবে যোগাযোগের দক্ষতা ।
10.    অপারেটরদের নিয়ন্ত্রন ও মোটিভেট করার যোগ্যতা ।
11.    প্রোডাকশন সুপরভাইজারদের সঙ্গে সহযোগীতামুলক সম্পর্ক বজায় রাখার যোগ্যতা ।
12.    সঠিক মানসম্মত প্রোডাক্ট উৎপাদন নিশ্চিত করণ যোগ্যতা ।
13.    কোয়ালিটি ইন্সপেক্টরদেরকে সঠিকভাবে পরিচালনার মাধমে পন্যের গুনগত মান নিশ্চিত করার যোগ্যতা ।
14.    নেতৃত্ব গ্রহণের যোগ্যতা ।
15.    অধীনস্থদের বুঝা এবং তাদেরকে অনুপ্রাণীত করার কৌশলগত দক্ষতা ।
16.    কোয়ালিটি গ্রহনযোগ্যতার মাত্রা সঙক্রান্ত জ্ঞান ।
17.    কোয়ালিটি সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট বিশ্লেষনের দক্ষতা ।
18.    কোয়ালিটি সংক্রান্ত বিভিন্ন রেকর্ড সংরক্ষন সংক্রান্ত ফরমেট সম্পর্কে ধারনা ।
19.    কোয়ালিটি সংক্রান্ত বিভিন্ন রিপোর্ট তৈরি করার ক্ষমতা ।
20.    লাইন লে-আউট সম্পর্কে ধারনা ।
21.    প্রোডাকশন ও এপ্রোভাল সেম্পল কমপেয়ার করা ।

কোয়ালিটি কন্ট্রোল সুপারভাইজার এর প্রয়োজনীয় গুনাবলী :
1.       আন্তরিকতা ও সততা ,
2.       ধৈর্যশীল ও সহনশীলতা,
3.       প্রোএ্যাক্টিভ,
4.       অভিযোজনশীল (পরিবেশের সাথে খাপ খাওয়ানো ),
5.       সহযোগীতামুলক মনোভাব ,
6.       আন্তঃব্যাক্তিক যোগাযোগে পারদর্শী,
7.       বিশ্বস্ত ও আস্থাশীল,
8.       অন্যের প্রতি শ্রদ্ধাশীল,
9.       কোম্পানী এবং কোম্পানীর নিয়ম নিতির প্রতি অনুগত ও শ্রদ্ধাশীল,
10.    নিবেদিত ও দায়িত্বশীল,
11.    কাজের চাপ সহ্য করার সক্ষমতা,
12.    ইতিবাচক মনোভাব,
13.    দায়িত্বশীল আচরন,
14.    কর্তৃপক্ষের নিয়মনীতি অনুযায়ী কার্যপ্রণালী পরিচালনা করার দক্ষতা ।

অধীনস্থদের সাথে ভাল সম্পর্ক রাখার উপায় :
1.       অধীনস্থদের সমস্যা ও সুবিধা-অসুবিধা বুঝতে হবে ,
2.       সঠিক কর্ম নির্দেশনা ও অনুপ্রেরণা দিতে হবে ,
3.       সততা , আন্তরিকতা  ও ভাল কাজের জন্য প্রশংসা করতে হবে ,
4.       কোন ব্যর্থতা বা অপরাধের জন্য শাস্তিমুলক ব্যবস্থা নেয়ার ক্ষেত্রে নিরপেক্ষ ও যৌক্তিক হতে হবে,
5.       প্রত্যেক সমকর্মীর আত্মসম্মান ও মর্যাদার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে,
6.       ভুলের জন্য তীরষ্কার বা গালমন্দ না করে ভালভাবে বুঝাতে হবে যাতে আর কোন ভুল না করে,
7.       সহকর্মীর ইতিবাচক ও সহযোগীতামুলক মনোভাব দেখাতে হবে ।

উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে ভাল সম্পর্ক রাখার উপায় :
1.       কর্তৃপক্ষের প্রত্যাশা জেনে নেয়া,
2.       শ্রদ্ধাশীল আচরন করা,
3.       কাজের প্রতি দায়িত্বশীল হওয়া ও গঠণমুলক কথা বলা,
4.       কর্তৃপক্ষের প্রদত্ত নির্দেশ সঠিকভাবে পালন করা,
5.       কর্তৃপক্ষের সমালোচনা না করা ,
6.       কোন সিদ্ধান্তের বিরোধিতা না করা ।

****************************************************************************************************

SiteMap

Popular Posts


Badiuzzaman ( Rubel )